https://kw.trip.com/moments/detail/kolkata-1331-131089933
ShuvoTHEBangladesh
levelIconImpressive progress

Kolkata 7 Days Travel Guide

আমার প্রথম বিদেশ ভ্রমণ ছিল ভারত। ২০২৩ সালের ২১ শে মার্চ গিয়েছিলাম। যেহেতু ভারত ছাড়া বাংলাদেশ থেকে অন্য কোন দেশে বাই রোড বা ট্রেনে যাওয়ার কোন ব্যবস্থা নাই তাই আমার প্লান ছিল অযথা কেন বেশি টাকা খরচ করে বিমানে যাব? বিমানে যাওয়ার জন্য তো অন্য আরো অনেক দেশ আছে। এখানে যেহেতু বাই রোড বা ট্রেনে যাওয়ার ব্যবস্থা আছে সুতরাং এই দুইটার কোন একটাই অবলম্বন করি। আমি এবং আমার বন্ধু, আমরা দুইজন ছিলাম। জন প্রতি ৩৪৫০ টাকা দিয়ে কমলাপুর থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করি। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনে উঠি। ট্রেন জাস্ট ৮:১৫ মিনিটেই ছেড়ে দেয়। যাওয়ার জন্য ট্রেন বেঁচে নেই কারণ, পথে দুইটি দেশের বিভিন্ন অঞ্চলের আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবো। আসলেও খুব ইনজয় করেছিলাম ট্রেন ভ্রমণটি। পথিমধ্যে ট্রেনে দেখা হয়ে গেল আরো দুইজন বন্ধুর সাথে। তারাও কলকাতা যাচ্ছে। ট্রেন থেকে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে একটু হেঁটে কলকাতা মেট্রোতে চলে এসপ্লানেড গিয়ে নামলাম। যদিও বাকি তিনজন দেখছি নেয়ার জন্য পাগল হয়ে গেছিল। কিন্তু আমি সেটা কোনভাবেই চাচ্ছিলাম না। ট্রেন থেকে নামলাম ট্যাক্সিতে উঠে চলে গেলাম তাহলে তো কিছুই দেখা হলো না। চেনা চেনা হলো না। এই যুক্তিতে আমি চাইছিলাম যে একটু হেঁটে গিয়ে মেট্রোতে উঠি। যেহেতু ট্রেনে দুইজনের টিম চারজন হয়ে গেল সুতরাং ভালই লাগছিল। মেট্রোতে জনপ্রতি ভারতীয় ১৫ টাকা হিসেবে চারজনের মোট ৬০ টাকা লেগেছিল। খুব দ্রুত এবং কম খরচে মেট্রো উপভোগ করে নিউ মার্কেট পৌঁছানোর এই বুদ্ধিতে বাকি তিনজন আমার ফ্যান হয়ে গেল। এখন সবকিছুতে আমি তাদের ওস্তাদ। হোটেল ম্যানেজ করার দায়িত্ব আমাকে দেয়া হলো। আমি চিন্তা করে দেখলাম শীতের অবয়ব এখনো কাটেনি। সুতরাং এসি রুম দরকার নেই। তখন কেন জানি কলকাতাতে পর্যটকও তেমন একটা ছিল না। তাই হোটেল ভাড়া তুলনামূলক অনেক কম ছিল। ২ স্টার মানের একটা হোটেলের ডাবল বেড ওয়ালা একটা রুম নিলাম মাত্র বারোশো টাকায়। যদিও ভাড়া বেশি চেয়েছিল কিন্তু দরকষাকষি করেছিলাম অনেক। জনপ্রতি ৩০০ টাকা পার ডে। রুমে ঢুকে এটাচ ওয়াশরুম, পাশে জানালা এবং জানালা দিয়ে কলকাতার মনোরম ভিউ - অনেক মনমুগ্ধ কর ছিল। এত সুন্দর ম্যানেজ করার জন্য আমি আবারও তাদের ওস্তাদ হয়ে গেলাম। আট দিন কলকাতা থেকে ছিলাম। সামনে যেহেতু ঈদ ছিল প্রচুর শপিং করেছিলাম। খাবারদাবার হোটেল ভাড়া, পোশাক আষাক, সবকিছুর দাম বাংলাদেশের তুলনায় এত কম ছিল মন চাইছিল ওই দেশে থেকে যাই। বিশেষ করে শ্রীলেদার্স জুতার কথা না বললেই নয়। ৩০০ থেকে ৪০০ টাকা দামের যে স্লিপার জুতাগুলো পাওয়া যায় বাংলাদেশে তা এপেক্স বা বাটা শোরুমে ২৫০০ থেকে ৩ হাজার টাকা দাম। আমরা দুইজনে সব মিলিয়ে প্রায় ৩০ জোড়া জুতা নিয়েছিলাম। আমরা উভয়ে ফুল ফ্যামিলির ঈদের শপিং ওখান থেকে করেছি। কসমেটিক্স, শাড়ি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, টি শার্ট সহ অনেক কিছুই ক্রয় করেছি। বন্ধুর ফ্যামিলি মেম্বার ১০-১২ জন। সবার জন্য কমপ্লিট ঈদের শপিং করেছে সে। আমরা হিসেব করে দেখেছি শুধুমাত্র একজনের শপিংয়ে যে টাকা কম খরচ হয়েছে তাতেই আমাদের উভয়ের আসা-যাওয়ার, থাকা খাওয়া সকল খরচ উঠে গেছে। ফুটপাতের ভ্রাম্যমান দোকান গুলোতেও মোবাইল ব্যাংকিং পেমেন্ট সিস্টেম ভাল লেগেছে। বিশাল ডাব খেয়েছি মাত্র ৪০ টাকায়। হোটেলে খাবার তো আরও সস্থা ছিল। প্রতি বেলা কমন খাবার ছিল কালা ভুনা, প্লেট মাত্র ৪০ টাকা। গরুর মাংস কেজি দেখেছি ২৩০-২৫০ টাকা। ১০ কেজি বাসমতি চাল, ১০ কেজি চিনিও নিয়ে এসেছিলাম। চালের কেজি ছিল ৮০ টাকা, চিনি ৪০ টাকা। আমাদের দুজনের মোট 6 টি লাগেজ হয়েছিল। এসেছিলাম বাসে। দুই দেশের ইমিগ্রেশনেই একটু ঝামেলা করতে চেয়েছিল যেহেতু আমাদের কাছে অনেক বেশি পরিমাণ পণ্য ছিল। কিন্তু কোন পণ্য বেশি পায় নাই সেজন্য ছেড়ে দিয়েছিল। আমরা বলেছি যে ঈদের শপিং করেছি পরিবারের জন্য। ভারতের সাইডে ২০০ টাকা চেয়েছিল বন্ধুর কাছে কিন্তু না দিয়েই এসেছিলাম। আর বাংলাদেশ সাইডে এক আনসার সদস্য বকশিশ চেয়েছিল। কাউকেই দেই নাই। ঘুরে দেখেছিলাম বড়বাজার, হাওড়া ব্রিজ, হুগলি নদীর তীর, জোকা নামক একটা জায়গার টেম্পল, কলকাতা সিটি ইত্যাদি। আমি এমন এমন জায়গায় গিয়েছি যা ছবি তোলার মত নয়, আবার মানুষও যায় না। মানে আমি একটু লোকালয় দেখেছি, মানুষের বাড়িঘর কেমন সেটা দেখেছি, গ্রামের রাস্তা কেমন, মাঠ কেমন, গ্রামের বাজারে কি পাওয়া যায়, নদী থেকে খাল কেমন, খালের ভিতরে আমাদের দেশের মত কি কি চলে ইত্যাদি। মানে ট্যুরিস্ট এট্রাকশন প্লেসের চাইতে স্থান, দেশ ভেদে বৈচিত্র কেমন সেটা আমি বেশি উপভোগ করতে পছন্দ করি। ইডেন গার্ডেন, ফোর্ট উইলিয়াম বা মিউজিয়াম কোন কিছুর ভিতরে ঢুকি নাই। এর কারণ হচ্ছে কোথাও ঢুকে দীর্ঘক্ষণ থাকার মত ইচ্ছে ছিল না কারোই। কারণ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পুরোটা ঘুরে দেখব না তা তো হয় না। আমার প্রথম বিদেশ ভ্রমণ হিসেবে এটা আমার কাছে স্মৃতি হিসেবেই থাকবে। এই গ্রুপে আমার প্রথম লেখা। জানি না কতটুকু ফুঠিয়ে তুলতে পেরেছে। উৎসাহ পেলে পরবর্তী ভ্রমনগুলো নিয়েও লিখব (থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না ৩ বার ভ্রমন করেছি) ।
Posted: Apr 13, 2025
Submit
0
Mentioned in this post
Destination

Kolkata

23155 attractions | 189 posts
India
Details
Related Trip Moments
Birla Mandir

[Birla Mandir, Kolkata, India] A Hindu temple that will captivate you with its white splendor

Hummy83
poi-tag-icon
Kolkata

[Panchayati Temple, Kolkata, India] A place of worship for locals where color and faith come together in harmony

Hummy83
Mother Teresa Shishu Udyan

[Mother Teresa House, Kolkata, India] A place that touches hearts and shows equal love for all

Hummy83
Parshwanath Temple

[Parshwanath Temple, Kolkata, India] A quiet oasis where you can experience different cultures

Hummy83
Nakhoda Masjid

[Nakoda Mosque, Kolkata, India] Visit the largest Islamic temple in Kolkata

Hummy83
Victoria Memorial

Royal Feels & Marble Goals at Victoria Memorial

rizkiriri
Indian Museum

5 Days in Kolkata: A Journey Through Time, Taste & Tradition

Mamunthinks
Indian Museum

Discovering History at the Indian Museum, Kolkata – A Journey Through Time

Shahin Alom - RU
Victoria Memorial

Rediscovering Royal Grandeur: A Visit to Victoria Memorial, Kolkata

Shahin Alom - RU
Babylon Spa

A culinary delight at Salt Lake

The.snacking.gypsy
ITC Royal Bengal, a Luxury Collection Hotel, Kolkata

Experience ultimate Indian luxury at the ITC Royal Bengal, a Luxury Collection Hotel, Kolkata.

WhimsicalRoamer
Indian Museum

Kolkata: Exploring India's "City of Joy"

Sam 3631